জর্জিয়ায় অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ২

জর্জিয়ায় অস্ত্র তৈরির উপযোগী তেজস্ক্রিয় ইউরেনিয়াম অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ককেশাস অঞ্চলের এই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। জর্জিয়া ককেশাসে অবস্থিত একটি দেশ। উত্তরে রাশিয়া এবং দক্ষিণে তুরস্ক দ্বারা বেষ্টিত এই দেশটি কালো সাগরের তীরে ইউরোপ ও এশিয়ার সীমানায় অবস্থিত।
পর্বতময় দেশটিতে ইউরোপের কিছু উচ্চতম শৃঙ্গ অবস্থিত।
জর্জিয়ায়র কাউন্টার-ইন্টেলিজেন্স ও বিশেষ অভিযান ইউনিট যৌথভাবে অভিযান চালিয়ে একজন জর্জিয়ান নাগরিক এবং একজন বিদেশিকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা তেজস্ক্রিয় ইউরেনিয়াম বিক্রি করতে যাচ্ছিল বলে অভিযোগ উঠেছে, যা ‘বিস্ফোরক ডিভাইস তৈরি কিংবা সন্ত্রাসী হামলার’ জন্য ব্যবহার করা যেতে পারতো। জর্জিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মতে, আটক হওয়া দুই ব্যক্তি এই ইউরেনিয়ামের জন্য ৩০ লাখ মার্কিন ডলার দাবি করছিল।
তাদের দেশটির কৃষ্ণসাগরীয় বন্দর শহর বাতুমিতে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা ইউরেনিয়ামকে ‘আলফা ও গামা বিকিরণযুক্ত একটি তেজস্ক্রিয় রাসায়নিক উপাদান’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা অস্ত্রায়িত হলে ব্যাপক প্রাণহানির কারণ হতে পারতো। সংস্থাটি জানায়, এই ষড়যন্ত্র প্রাথমিক পর্যায়েই শনাক্ত ও নিস্ক্রিয় করা হয়েছে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরমাণু উপাদান অবৈধভাবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর তেজস্ক্রিয় পদার্থ গোষ্ঠীগুলোর হাতে পড়ে যাওয়ার আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে। জর্জিয়া ও পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়ায় এর আগেও বহুবার তেজস্ক্রিয় উপাদান পাচারের চেষ্টার ঘটনা ধরা পড়েছে, যার মধ্যে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামও রয়েছে।
সূত্র : এএফপি