গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া : বাংলা ফ্যাক্ট

গোপালগঞ্জে সামরিক অভিযানের নামে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অপরাধী ধরার একটি ভিডিও। এটিকে বিভ্রান্তিকর এবং পুরনো বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলা ফ্যাক্ট’।
বাংলা ফ্যাক্ট রিভার্স ইমেজ সার্চ ও গণমাধ্যমের তথ্য যাচাই করে নিশ্চিত করেছে—ভিডিওটি ‘সময় টেলিভিশন’-এর ইউটিউব চ্যানেলে ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ক্লিপ, যার বিবরণে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান বলেই উল্লেখ আছে। এ ছাড়া দ্য ডেইলি স্টার পত্রিকায় ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে।
গণমাধ্যম অনুসারে, ভিডিওর মূল ঘটনাটি হলো গত ২০ ফেব্রুয়ারি অপরাধীদের আটক করতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আত্মসমর্পণের আহ্বান জানালে অপরাধীরা গুলি চালায়। পরবর্তীতে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালালে এতে দুজন নিহত হয় এবং পাঁচজনকে আটক করা হয়।
বাংলা ফ্যাক্ট জানায়, পুরনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য।
গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর প্রশাসন গোপালগঞ্জে কারফিউ জারি করে। এরই প্রেক্ষিতে রাতে কারফিউ চলাকালে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী জেলাটিতে সামরিক অভিযান চালিয়েছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে।