img

বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, গলফ নামের ওই নারী অন্তত ৯ জন ভিক্ষুর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছেন। তারা ধারণা করছে, ওই নারী এর মাধ্যমে তিন বছরে প্রায় ৩৮৫ মিলিয়ন বাত গ্রহণ করেছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৪ কোটি টাকা।

 

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা ভিক্ষুদের হুমকি দিতে ব্যবহৃত ৮০ হাজারেরও বেশি ছবি ও ভিডিও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ককের একজন ভিক্ষু একজন নারীর চাঁদাবাজির শিকার হয়ে হঠাৎ ভিক্ষুত্ব ছেড়ে চলে যাওয়ার পর জুনের মাঝামাঝি সময়ে মামলাটি প্রথম তাদের নজরে আসে। ২০২৪ সালের মে মাসে গলফের সঙ্গে ওই ভিক্ষুর সম্পর্ক ছিল। পরে ওই নারী সন্তান জন্ম দেওয়ার কথা বলে সন্তানের ভরণপোষণের জন্য ৭০ লাখ বাতেরও বেশি  দাবি করেন।

 

পরবর্তীতে কর্তৃপক্ষ লক্ষ্য করে, অন্য ভিক্ষুরাও একইভাবে গলফের কাছে অর্থ স্থানান্তর করেছিলেন।

 

এ ছাড়া পুলিশ জানতে পারে, প্রায় সব অর্থ উত্তোলন করা হয়েছে ও এর কিছু অংশ অনলাইন জুয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থপাচার, চুরি করা জিনিসপত্র গ্রহণসহ একাধিক অভিযোগ রয়েছে।

এদিকে পুলিশ ভিক্ষুদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে অভিযোগ করার জন্য একটি হটলাইনও খুলেছে।

 

পাশাপাশি থাই বৌদ্ধধর্মের নিয়ন্ত্রক সংস্থা সংঘ সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, তারা সন্ন্যাসসংক্রান্ত নিয়মকানুন পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে। দেশটির সরকারও সন্ন্যাসী আইন লঙ্ঘনকারী ভিক্ষুদের জন্য জেল, জরিমানার মতো আরো কঠোর শাস্তির জন্য চাপ দিচ্ছে।

 

চলতি সপ্তাহে থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন জুন মাসে ৮১ জন ভিক্ষুকে উচ্চতর উপাধি প্রদানের জন্য জারি করা রাজকীয় আদেশ প্রত্যাহার করেছেন। তিনি সাম্প্রতিক অসদাচরণের ঘটনাগুলোর উল্লেখ করে বলেছেন, ‘এসব বৌদ্ধর মনে প্রচণ্ড কষ্ট দিয়েছে।’

থাইল্যান্ডে মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি বৌদ্ধ।

 

তাই সেখানে ভিক্ষুরা অত্যন্ত সম্মানিত। অনেক থাই পুরুষও সৎকর্ম অর্জনের জন্য সাময়িকভাবে ভিক্ষু হিসেবে নিযুক্ত হন। কিন্তু তারা সাম্প্রতিক সময়ে নানা কেলেঙ্কারিতে জর্জরিত হয়েছে।

 

এই বিভাগের আরও খবর