গুঞ্জন তবে সত্যি? কবীরের প্রেমেই কৃতি!

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ও কবীর বাহিয়ার কথিত প্রেমের সম্পর্ক প্রায়ই শিরোনামে উঠে আসে। দুজনকে নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ধরেই। যদিও তারা খুব কমই একসঙ্গে প্রকাশ্যে দেখা দেন, তবে সম্প্রতি লর্ডস স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা দেখতে একসঙ্গে হাজির ছিলেন দুজন। যার ফলে আবারও শিরোনামে উঠে এলেন এ কথিত জুটি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে দুজনকে একসঙ্গে বসে টিম ইন্ডিয়ার জন্য উচ্ছ্বাস করতে দেখা গেছে। এমনকি কবীর কৃতির সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন। যে ছবিগুলো এখন ব্যাপক আলোচনায়। একই ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নাও।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর সাথে তাদের ছবিও ভাইরাল হয়।
গত সোমবার, (১৪ জুলাই) লর্ডস স্টেডিয়াম থেকে কৃতি স্যানন ও কবীর বাহিয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। দুজনকে হাসি-ঠাট্টা ও নানা রকম প্রতিক্রিয়া শেয়ার করতে দেখা যায়, যা তাদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে। অভিনেত্রী একটি ক্রপড, স্লিভলেস ইউটিলিটি জ্যাকেটে চমৎকার লুকে হাজির হয়েছিলেন।
তাদের একে অপরের প্রতি ঘনিষ্ঠ আচরণ ইঙ্গিত দিচ্ছিল যে, হয়তো তারা তাদের কথিত সম্পর্কটিকে আর লুকিয়ে রাখতে চান না। তাই প্রকাশ্যেই এভাবে দেখা দিলেন দুজন।
ব্রিটিশ যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়া। লাইমলাইট থেকে দূরেই থাকতে পছন্দ করেন তিনি। তবে বেশ লম্বা সময় ধরেই কৃতির সঙ্গে নাম জড়িয়েছে তার।
এর আগে, ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে এক বন্ধুর বিয়েতে একসঙ্গে অংশ নিয়েছিলেন কবীর-কৃতি। তাদের প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায়। দুজনের বয়সে ৮ বছরের ব্যবধান। কৃতি স্যাননের বয়স ৩৪, আর কবীর বাহিয়ার বয়স ২৬। তবে ভালোবাসা যে বয়স মানে না, তা অনেকবার প্রমাণিত হয়েছে শোবিজ অঙ্গনে। তাহলে কি কৃতি-কবীর আরেকটি উদাহরণ হতে যাচ্ছেন? সেই উত্তরের অপেক্ষায় ভক্ত-অনুরাগীরাও।