img

রায়হান রাফির সঙ্গে ব্ল্যাকমানি নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তবে এই চলচ্চিত্রে কাজ করে হতাশ তিনি। তাকে চলচ্চিত্রে সেভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি জীবন মানেই যুদ্ধ চলচ্চিত্র অভিনেতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানালেন রুবেল।

একসময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রুবেল  বলেন, ‘যে চিন্তা নিয়ে আমি ব্ল্যাকমানি করতে গিয়েছিলাম সেটা হয়নি, আমাকে সেভাবে এক্সপোজ করা হয়নি। এর পরে আমার দুটি কাজের অফার এসেছে, আমি মনোযোগী হই; সেসব করিনি। স্ক্রিপ্ট সে রকম হলে আমি কাজ করব। আমাকে নিলে সেভাবে কাজ করতে হবে।’

 

ভক্তরাও রুবেলক্বে জানিয়েছেন যে রায়হান রাফির চলচ্চিত্রে কাজ করা তাঁর ঠিক হয়নি।  রুবেল বলেন, ‘সেভাবে আমাকে প্রকাশ না করে যদি আপনি আমাকে একটুখানির জন্য নেন, সেটা আমার জন্য ক্ষতিকর, আপনার জন্যও ক্ষতিকর। দর্শক যারা দেখবেন, তারাও অতৃপ্তি নিয়ে যান। আমার ভক্তরা এক বাক্যে বলে দিয়েছেন, ব্ল্যাকমানিতে আপনার এটুকুর জন্য কাজ করা ঠিক হয়নি।’

 

এখনকার নির্মাতারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকেন অভিমত রুবেলের। তিনি বলেন, ‘এখন যারাই কাজ করেন আমার মনে হয় তাদের নির্দিষ্ট একটি গণ্ডি আছে। এই গণ্ডির বাইরে তারা যেতে চায় না। তারা এই গণ্ডির বাইরে গেলে আমাকে পাবে। এই গণ্ডির বাইরে তারা যাচ্ছে না বা যেতে যাচ্ছে না, তাই তারা আমাকে পাচ্ছে না।

 

ফাইট ডিরেকশন নিয়েও ভালো কাজ করা যায়। যৌথভাবে ভালো কাজ করা যায়। এমন কাজ হচ্ছে না, তাই থাক। আমি কারাতে নিয়ে আছি। আমার ছাত্র-ছাত্রী আলহামদুলিল্লাহ।’

 

শুধু কারাতের ওপর একটি কাজ করার ইচ্ছা আছে, এমনটাই জানিয়ে রুবেল বলেন, ‘ওটিটির জন্য আমি নিজে উদ্যোগী হয়ে কাজ করব। এমন ইচ্ছা রয়েছে। সেটা হবে আমার কারাতের ওপর।’

এই বিভাগের আরও খবর