চেলসি তারকার গলা চেপে ধরার ব্যাখ্যা দিলেন পিএসজি কোচ

চেলসির ৩-০ গোলের জয়ে যখন গোটা দল আনন্দে ভাসছে, তখন হঠাৎ করেই মাঠে দেখা গেল অশোভন দৃশ্য। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পিএসজি কোচ লুইস এনরিকে জড়িয়ে পড়লেন সরাসরি হাতাহাতিতে। চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান তিনি।
কোল পালমারের দুর্দান্ত জোড়া গোল এবং জোয়াও পেদ্রোর দৃষ্টিনন্দন ফিনিশে ক্লাব বিশ্বকাপ জিতে নেয় চেলসি।
তবে ম্যাচ শেষে ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যা রীতিমতো আলোড়ন তোলে ফুটবলবিশ্বে। ম্যাচ শেষের বাঁশি বাজার পর মাঠের মাঝখানে এনরিকে প্রথমে ধাক্কা দেন পেদ্রোকে, এরপর গলা চেপে ধরেন তাকে। পেদ্রো তখনই মাটিতে লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গেই দুই দলের খেলোয়াড় ও স্টাফরা ছুটে আসলে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকদের চোখের সামনে রীতিমতো এক অপ্রত্যাশিত সংঘর্ষের জন্ম নেয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লুইস এনরিকে বলেন, ‘ম্যাচের শেষে এই চাপের মুহূর্তে আমি আমার আবেগ প্রকাশ করেছি, কিন্তু তা কোনোভাবে পরিস্থিতিকে আরো খারাপ করার উদ্দেশ্যে ছিল না।
আমি চেষ্টা করছিলাম খেলোয়াড়দের আলাদা করতে, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।’
তিনি আরো যোগ করেন, ‘আমি (চেলসি কোচ) এনজো মারেসকাকে দেখেছি, তিনিও অন্যদের ধাক্কা দিচ্ছিলেন। সবাইকে থামানোর চেষ্টা চলছিল, জানি না এই চাপের উৎস কোথায় ছিল, তবে এমন ঘটনা এড়ানো দরকার –এটা বলার অপেক্ষা রাখে না।’
বার্সেলোনার সাবেক এই কোচ বলেন, ‘আমরা হেরে যাইনি, আমরা রানার্স-আপ হয়েছি। হার মানা মানে হলো হাল ছেড়ে দেওয়া।
এই উচ্চমানের খেলাধুলায় কেউ পরাজিত নয়।’