img

স্কট বোল্যান্ড যেন টেস্ট ক্রিকেটে এক স্বপ্নের অধ্যায় লিখছেন। জামাইকার স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে বল হাতে আবারও বাজিমাত করলেন এই অস্ট্রেলিয়ান পেসার। সোমবার ৩৪ রানে ৩ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়েছেন বোল্যান্ড—বর্তমানে তার টেস্ট বোলিং গড় দাঁড়িয়েছে মাত্র ১৭.৩৩, যা গত ১১০ বছরে (কমপক্ষে ২০০০ বল বোলিং করা বোলারদের মধ্যে) সেরা।

আইসিসির পরিসংখ্যান অনুযায়ী, ১৯০০ সালের পর শুধুমাত্র ইংল্যান্ডের কিংবদন্তি সিড বার্নস বোলান্ডের চেয়ে ভালো গড়ে (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট) বল করেছেন।

 

আর বোলান্ডের আগে থাকা অন্য ছয়জন বোলার সবাইই টেস্ট ক্রিকেটের প্রারম্ভিক যুগের। এক্ষেত্রে বোল্যান্ড ছাড়িয়ে গেছেন তারই স্বদেশি ক্রিকেটার বার্ট আয়রনমঙ্গারকে। ১৯২৮-৩৩ সময়ে খেলা আয়রনমঙ্গার ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে।

 

প্রথম ইনিংসে ব্যাট হাতে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল মাত্র ২২৫ রান।

 

তবে পেস আক্রমণে দারুণভাবে ম্যাচে ফিরেছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৩ রানে অলআউট করে ৮২ রানের লিড পায় সফরকারীরা। বোল্যান্ড নিজের সুপরিচিত লাইন-লেংথে বারবার উইন্ডিজ ব্যাটারদের বিভ্রান্ত করেন।

 

বিশেষ করে, ক্লাসিক ইনসুইংয়ে জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করেন।

 

এরপর শাই হোপকেও একই কৌশলে ফেরান বোলান্ড। শেষ উইকেট হিসেবে স্টাম্প উড়িয়ে দেন শামার জোসেফের।

 

দিন শেষে যদিও ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় কিছুটা। অস্ট্রেলিয়া দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে, লিড দাঁড়ায় ১৮১। ক্যামেরন গ্রিন ৪২ রানে এবং অধিনায়ক প্যাট কামিন্স ৫ রানে অপরাজিত রয়েছেন।

 

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া, যার ফলে তিন ম্যাচ সিরিজটি আগেই নিজেদের করে নিয়েছে তারা। এই ম্যাচ জিতলে হবে হোয়াইটওযাশ। নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রেও শীর্ষে রয়েছে প্যাট কামিন্সের দল।

এই বিভাগের আরও খবর