| 14 July, 2025
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট কোথায় পাবেন

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম। এই সিরিজের টিকিটের মূল্যও প্রকাশ করা হয়েছে। সর্বনিম্ন ৩০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা।
gobcbticket.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকরা। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অনলাইনে অবিক্রীত টিকিট ম্যাচের দিন সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে।
টিকিট বিক্রির জন্য মধুমতি ব্যাংকের সঙ্গে তিন বছরের চুক্তি করে বিসিবি।
এই চুক্তিতে ক্রিকেট বোর্ডকে ব্যাংকটি তিন কোটি টাকা দেবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক মাহবুব আনাম। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই।