সতীর্থর চোটে এক বছর পর টি-টোয়েন্টি দলে কিউই ওপেনার

‘যদি থাকে কপালে, আপনি আপনি আসিবে’—প্রবাদটি ডেভন কনওয়ের সঙ্গে মিলে গেছে। ত্রিদেশীয় সিরিজের দলে শুরুতে ডাক না পেলেও স্কোয়াডে সুযোগ মিলেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের।
কনওয়ের ডাক পাওয়ার পেছনে অবশ্য তার সতীর্থ ফিন অ্যালেনের হাত রয়েছে। কেননা তার চোটেই যে কপাল খুলেছে কনওয়ের।
অর্থাৎ, কনওয়ের পৌষ মাসের বিপরীতে অ্যালেনের সর্বনাশ। এতে করে এক বছর পর আবারও কিউইদের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কনওয়ে।
সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন কনওয়ে। এরপর আর কখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি বাঁহাতি এই ওপেনার।
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার সময় অ্যালেন পায়ে চোট পাওয়ায় ৩৪ বছর বয়সী ওপেনারের কপাল খুলেছে। এমএলসিতে কনওয়েও বেশ ভালোই খেলছেন।
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামীকাল। কিউদের প্রথম ম্যাচ আগামী ১৬ জুলাই, স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।
সিরিজটিকে সামনে রেখে আরও তিনজনকে ডেকেছে নিউজিল্যান্ড। তারা হচ্ছেন-মিচেল হেই, জিমি নিশাম ও টিম রবিনসন।