মেসি এখন প্রতি তিন দিনে রেকর্ড ভাঙে, বলছেন মায়ামির কোচ

মাঠের পারফরম্যান্স দেখে কে বলবে বয়স ৩৮। কেননা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ছাপ পড়ে। আর এই বয়সে আসা মানে ক্যারিয়ারই শেষের পথে।
তবে খেলোয়াড়টির নাম যদি লিওলেন মেসি হয় তাহলে বয়সকে শুধুই সংখ্যা হিসেবে মনে করতে হবে।
বিশ্বাস না হলে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচে চোখ বোলান। দেখতে পারবেন প্রতিপক্ষের জন্য কতটা ভয়ংকর মেসি।
এমএলএসের সর্বশেষ ৫ ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। সর্বশেষটি আজ করেছেন ন্যাশভিলের বিপক্ষে।
শুধু গোলই করেননি ৪ অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে জয়ও এনে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এ বয়সেও তার এমন পারফরম্যান্সে দেখে তাই মুগ্ধ মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
মেসি প্রতি তিন দিন পরপর রেকর্ড ভাঙছেন বলে জানিয়েছেন মাসচেরানো। মায়ামির জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেছেন,‘নিজের কাজটা সে (মেসি) অবিশ্বাস্যভাবে করে চলেছে।
প্রতি তিন দিনে এখন রেকর্ড ভাঙছে। এই দলের পতাকা বাহক সে, আমাদের নেতা এবং সে একটা স্ট্যান্ডার্ড ঠিক করছে যে আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ওর ক্যারিয়ারের এই পর্যায়ের অংশ হতে পারা আমার জন্য সত্যিই আশীর্বাদের।’
ক্যারিয়ারে এবারই প্রথমবার লিগে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি এমনটা নয়। এর আগে বার্সেলোনার হয়েও তিনি এই কীর্তি গড়েছেন।
২০১২ সালে সাবেক ক্লাবের হয়ে ৫ নয় টানা ৬ ম্যাচে করেছেন। আগামী ১৭ জুলাই সিনসিনাটির বিপক্ষে সেই কীর্তি স্পর্শ করার সুযোগ পাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।