লাগেজে লুকিয়ে কারাগার থেকে কয়েদির পলায়ন

ফ্রান্সের একটি কারাগার থেকে একজন ব্যক্তি অভিনব উপায়ে পালিয়ে গেছেন। শাস্তির মেয়াদ শেষ করে মুক্তি পাওয়া অন্য এক বন্দির ব্যাগে লুকিয়ে তিনি পালিয়েছেন। কারা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি রবিবার এ খবর জানিয়েছে।
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লিওঁ-কর্বা কারাগার থেকে শুক্রবার ওই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি।
এ ছাড়া কারা কর্তৃপক্ষ এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘তিনি অন্য এক বন্দির মুক্তির সুযোগ নিয়েছেন, তার লাগেজে লুকিয়ে বেরিয়ে গেছেন।’
ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, পালিয়ে যাওয়া কয়েদি একাধিক দণ্ড ভোগ করছিলেন এবং একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলার তদন্তাধীনও ছিলেন।
স্থানীয় গণমাধ্যম আরো বলেছে, ‘সংগঠিত চক্রের অংশ হিসেবে পালানো’ ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণের’ অভিযোগে একটি বিচারিক তদন্তও শুরু হয়েছে।
গত মাসে লিওঁ বার অ্যাসোসিয়েশন কারাগারটিতে বন্দির সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল।
বিএফএমটিভির আগের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ১ মে পর্যন্ত লিওঁ-কর্বা কারাগারে প্রায় এক হাজার ২০০ জন বন্দি ছিল, যেখানে এর ধারণক্ষমতা মাত্র ৬৭৮ জন।