ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নতুন গ্রাম দখলের দাবি রাশিয়ার

রাশিয়া রবিবার জানিয়েছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরো একটি গ্রাম দখল করেছে ও তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চলছে। সম্প্রতি হামলা আরো তীব্র হয়েছে। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল দেয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা মার্ন নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম ‘কার্ল মার্ক্স’ বলে উল্লেখ করেছে। গ্রামটি দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল।
মস্কো রবিবার যে দুটি গ্রাম দখলের দাবি করেছে তার মধ্যে মার্ন ছিল একটি।
রাশিয়া কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও কিয়েভের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে আসছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ হামলা শুরু করে।
সূত্র : এএফপি