img

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব ২০২৫ উইম্বলডনের গ্যালারিতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন সবার। সেন্টার কোর্টের রয়্যাল বক্সে বসে টেনিসের সেরা তারকাদের খেলা উপভোগ করেন ‘মি. ৩৬০’। ক্রিকেটার হলেও টেনিসের প্রতি তার ভালোবাসা যে গভীর, তা স্পষ্ট বোঝা গেল সম্প্রচারকারী জিওস্টারের সঙ্গে আলাপকালে।

সুর্যকুমারকে প্রশ্ন করা হয়, যদি তিনি উইম্বলডনে টেনিস খেলতেন, তাহলে কার সঙ্গে জুটি বাঁধতেন? উত্তরে একটুও না ভেবে বলেন, ‘নিঃসন্দেহে এমএস ধোনি।

 

ওর দারুণ গতি, সহনশীলতা আর মানসিক দৃঢ়তা রয়েছে। পাশাপাশি, ওকে অনেক সময় টেনিস খেলতেও দেখি। তাই ধোনিই আমার প্রথম পছন্দ।’

 

সুর্য আরো জানান, এই প্রথমবার উইম্বলডনের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন তিনি।

 

‘এখানে আসার আগে আমার স্ত্রী আমাকে প্রতিদিন গাইড করেছে—কি পরব, কিভাবে সাজব। ও ছাড়া কিছুই ঠিকঠাক হতো না। এটা একেবারে নতুন অভিজ্ঞতা, আমি এখানে এসেছি স্রেফ সেই জাদুকরী পরিবেশটা নিজের চোখে দেখতে।’

 

টেনিসের প্রতি তার আগ্রহও তুলে ধরেন তিনি, ‘আমি টিভিতে নিয়মিত টেনিস দেখি।

 

বিশেষ করে সেন্টার কোর্টের পরিবেশ নিয়ে অনেক কিছু শুনেছি। এবার চোখে দেখছি, সত্যিই দুর্দান্ত।’

 

প্রশ্ন ওঠে তাঁর প্রিয় টেনিস খেলোয়াড়দের নিয়ে। সুর্য বলেন, ‘উইম্বলডনের ক্ষেত্রে পিট সামপ্রাস আর রজার ফেদেরার। কিন্তু সর্বকালের প্রিয় হলেন নোভাক জকোভিচ।

 

আর এখনকার প্রজন্মে কার্লোস আলকারাজ—ও যেন কোর্টে আগুন!’

 

এই বিভাগের আরও খবর