ব্যালন ডি’অর দৌড়ে ‘স্পষ্ট ফেভারিট’ ওসমান দেম্বেলে : গ্যারেথ বেল

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) তারকা ওসমান দেম্বেলেকে চলতি মৌসুমের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ওয়েলস তারকা গ্যারেথ বেল।
দেম্বেলেদের সামনে এখন আর একটি মাত্র ধাপ—রবিবার চেলসির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচ জিততে পারলে মৌসুমে জেতা হবে সম্ভাব্য সব ট্রফি।
এ মৌসুমে পিএসজি প্রথমবারের মতো জিতেছে ইউরোপ সেরার মুকুট—চ্যাম্পিয়নস লিগ।
জার্মানির মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ে ফরাসি ক্লাবটি। পাশাপাশি তারা জিতেছে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ (কোপ দে ফ্রাঁস), ট্রফি দেস চ্যাম্পিয়নস।
সবশেষ ক্লাব বিশ্বকাপ জিতলে লুইস এনরিকে শিষ্যরা জিতে নেবে পাঁচ ট্রফির দুর্লভ ‘ক্লিন সুইপ’।
এই অসাধারণ সাফল্যের পেছনে বড় অবদান দেম্বেলের।
মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ২৮ বছর বয়সী এই উইঙ্গার ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, করিয়েছেন আরও ১৬টি।
ডেম্বেলের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বেল বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি ও-ই এগিয়ে। দল কী জিতেছে, সেটাও তো দেখতে হবে। অনেক সময় শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়, কিন্তু যখন আপনি চ্যাম্পিয়নস লিগ জিতছেন, ঘরোয়া ট্রেবল জিতছেন এবং সম্ভাব্য সব ট্রফি তুলে নিচ্ছেন—তখন অন্য কাউকে এগিয়ে রাখা কঠিন’
বেলের মতে, ‘ডেম্বেলের খেলার প্রভাব সরাসরি শিরোপায় রূপান্তরিত হয়েছে। তাই আমার দৃষ্টিতে সে অনেকটাই এগিয়ে রয়েছে।’
দেম্বেলের সঙ্গে এবার ব্যালন ডি'অর দৌড়ে আছেন ক্লাব সতীর্থ ভিতিনিয়া, বার্সেলোনার লামিনে ইয়ামাল, রাফিনিয়া এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ।