img

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘বন্যা সমাধানে সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের চিন্তা করছে সরকার।’ 

টানা বর্ষণে সৃষ্ট বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ শনিবার সকালে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ায় এসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ যাতে ভালো মানের হয়, সে ব্যবস্থা আমরা নেব। এটি একটি বড় প্রকল্প।

 

সুতরাং কারিগরি দক্ষতা থেকে শুরু করে সব কিছু যাতে ভালো হয়, সে জন্য আমরা সেনাবাহিনীর কথা ভাবছি।’ 

 

এ সময় এলাকাবাসীকে আশস্ত করে তিনি বলেন, ‘অতি দরিদ্র মানুষরা এখন অসহায়, তাদের ঘরবাড়ি ও খাবার নেই, তাদের আগে বাঁচাতে হবে। তারপর ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো গড়ে তুলতে হবে।’ 

উপদেষ্টা বলেন, ‘ফেনীর কেউ কেউ বলছেন, ত্রাণ লাগবে না, শুধু টেকসই বেডিবাঁধ নির্মাণ করতে হবে।

 

অবশ্যই টেকসই বেডিবাঁধ হবে। তবে এখনই অসহায় মানুষগুলোকে বাঁচাতে ত্রাণের প্রয়োজন। বেডিবাঁধ হলো একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। যা বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার।’

 

ছাগলনাইয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেনের প্রশ্নের আলোকে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সবাই স্বেচ্ছাসেবী। এখানে কোনো রাজনীতি চলবে না। সবাই অসহায় মানুষদের সহায়তা করতে হবে। আমিও একজন সেবক।’

এই বিভাগের আরও খবর