জার্মানির অভিযোগ প্রত্যাখ্যান চীনের

চীনের সামরিক বাহিনী লোহিত সাগরের ওপর দিয়ে একটি জার্মান বিমানে লেজার হামলা চালিয়েছে—বার্লিনের এমন অভিযোগ বুধবার প্রত্যাখ্যান করেছে বেইজিং। তারা একে তথ্যের সঙ্গে অসংগতিপূর্ণ বলে দাবি করেছে।
ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্বাধীন সামুদ্রিক যানবাহন চলাচল রক্ষার মিশনে অংশ নেওয়া জার্মান বিমানটিকে চীন লক্ষ্যবস্তু করে কর্মীদের ঝুঁকিতে ফেলেছিল বলে মঙ্গলবার অভিযোগ করে বার্লিন। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার বলেন, দুই পক্ষেরই দায়ীত্বশীল আচরণ, সময়োপযোগী যোগাযোগ জোরদার করা ও ভুল বোঝাবুঝি বা ভুল হিসাব-নিকাশ এড়ানো উচিত।
তিনি আরো বলেন, চীনা নৌবাহিনীর জাহাজগুলো এডেন উপসাগর ও সোমালি জলসীমায় পাহারার দায়িত্ব পালন করছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তায় অবদান রাখছে। তবে বার্লিন বুধবার জোর দিয়ে বলেছে, পুঙ্খানুপুঙ্খ তদন্তের ওপর ভিত্তিতে তারা এ অভিযোগ করেছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাথরিন ডেসচাউয়ার বলেছেন, ‘আমরা আমাদের অবস্থান ও অনুসন্ধানগুলোর বিস্তারিত খুব স্পষ্টভাবে চীনা রাষ্ট্রদূতের কাছে প্রকাশ করেছি। অবশ্যই এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমরা প্রত্যাশা করি।’
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মিটকো মুলার বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, একটি চীনা যুদ্ধজাহাজ আমাদের বিমানের বিরুদ্ধে লেজার ব্যবহার করেছে।’
ওই ঘটনার পর জার্মান বিমানটি মিশন পরিত্যাগ করে জিবুতির একটি বিমানঘাঁটিতে ফিরে যায় বলে জার্মানি জানিয়েছিল। তবে লেজারটি অস্ত্র নাকি লেজার নির্দেশনা ব্যবস্থা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি ২ জুলাই ইয়েমেন উপকূলের কাছে ঘটেছিল বলে বিল্ড সংবাদপত্র জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিরুদ্ধে বেশ কয়েকবার লেজার ব্যবহারের একই ধরণের অভিযোগ উঠেছে। চীন ২০১৬ সালে জিবুতিতে লোহিত সাগর ও এডেন উপসাগরের মাঝখানে ৫৯০ মিলিয়ন ডলার ব্যয়ে প্রথম স্থায়ী বিদেশি নৌঘাঁটি স্থাপন করে। বেইজিংয়ের দাবি, ঘাঁটিটি নৌবাহিনীর জাহাজে সরবরাহ, আঞ্চলিক শান্তিরক্ষা, মানবিক অভিযানে সহায়তা ও জলদস্যুতা মোকাবেলায় ব্যবহৃত হয়। যদিও এটি মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি অবস্থিত হওয়ায় গুপ্তচরবৃত্তির উদ্বেগ বেড়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফিলিপাইন অভিযোগ করেছিল, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে তাদের একটি টহল নৌকায় সামরিক মানের লেজার ছুড়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া ২০২২ সালে অভিযোগ করেছিল, চীন তাদের একটি নজরদারি বিমানকে ভয় দেখাতে লেজার হামলা করেছে।
সূত্র : এএফপি