ইউক্রেনে চীনা বাবা-ছেলে আটক

ইউক্রেনে রাজধানী কিয়েভে একজন চীনা বাবা ও তার ছেলেকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরি করে চীনে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ বুধবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রধান মিত্র চীনের সঙ্গে কিয়েভের সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ। ইউক্রেন ও পশ্চিমাদেশগুলো অভিযোগ করছে, চীন রাশিয়ার আগ্রাসনকে বাণিজ্যের মাধ্যমে সহায়তা করছে এবং প্রাণঘাতী ড্রোন হামলাসহ বিভিন্ন প্রযুক্তি সরবরাহ করছে।
এ ছাড়া রুশ সেনাবাহিনীতে লড়াইয়ের জন্য বহু চীনা নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে বলেও ইউক্রেন অভিযোগ করেছে।
এসবিইউ এক বিবৃতিতে এদিন জানায়, ‘চীনের দুই নাগরিককে কিয়েভে আটক করা হয়েছে, যারা ইউক্রেনের আরকে-৩৬০এমসি নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কিত গোপন নথিপত্র অবৈধভাবে চীনে পাঠানোর চেষ্টা করছিল।’
সংস্থাটি আরো জানায়, আটক হওয়া ২৪ বছর বয়সী ব্যক্তি কিয়েভের একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার বাবা চীনে থাকেন এবং ‘ছেলের গুপ্তচর কার্যক্রম সমন্বয়ের’ জন্য ইউক্রেনে আসেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে।
ইউক্রেন জাহাজবিধ্বংসী এই নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের প্রধান যুদ্ধজাহাজ ‘মস্কভা’ ধ্বংস করেছিল যুদ্ধের প্রথম দিকেই।
ইউক্রেনে রাজধানী কিয়েভে একজন চীনা বাবা ও তার ছেলেকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরি করে চীনে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ বুধবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রধান মিত্র চীনের সঙ্গে কিয়েভের সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ। ইউক্রেন ও পশ্চিমাদেশগুলো অভিযোগ করছে, চীন রাশিয়ার আগ্রাসনকে বাণিজ্যের মাধ্যমে সহায়তা করছে এবং প্রাণঘাতী ড্রোন হামলাসহ বিভিন্ন প্রযুক্তি সরবরাহ করছে।
এ ছাড়া রুশ সেনাবাহিনীতে লড়াইয়ের জন্য বহু চীনা নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে বলেও ইউক্রেন অভিযোগ করেছে।
এসবিইউ এক বিবৃতিতে এদিন জানায়, ‘চীনের দুই নাগরিককে কিয়েভে আটক করা হয়েছে, যারা ইউক্রেনের আরকে-৩৬০এমসি নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কিত গোপন নথিপত্র অবৈধভাবে চীনে পাঠানোর চেষ্টা করছিল।’
সংস্থাটি আরো জানায়, আটক হওয়া ২৪ বছর বয়সী ব্যক্তি কিয়েভের একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার বাবা চীনে থাকেন এবং ‘ছেলের গুপ্তচর কার্যক্রম সমন্বয়ের’ জন্য ইউক্রেনে আসেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে।
ইউক্রেন জাহাজবিধ্বংসী এই নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের প্রধান যুদ্ধজাহাজ ‘মস্কভা’ ধ্বংস করেছিল যুদ্ধের প্রথম দিকেই।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনীয় সেনাবাহিনী দুই চীনা নাগরিককে আটক করে এবং আরো বহু চীনা নাগরিক রুশ সেনাবাহিনীতে লড়ছে বলে দাবি করে। তবে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর ঠিক আগে মস্কো ও বেইজিং ‘সীমাহীন অংশীদারি’ ঘোষণা করে এবং তার পর থেকে তারা রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর ঠিক আগে মস্কো ও বেইজিং ‘সীমাহীন অংশীদারি’ ঘোষণা করে এবং তার পর থেকে তারা রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করেছে।