ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় পাশে থাকার ঘোষণা বিএনপির

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (৯ জুলাই) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার মঘাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে ঋতুপর্ণার মা বোজ পুতি চাকমার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সেখানে জানানো হয়, আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।
বিষয়টি নজরে আসে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
বুধবার ঋতুপর্ণার মায়ের শারীরিক অবস্থা জানতে রুহুল কবীর রিজভী শতাধিক নেতাকর্মী নিয়ে ঋতুপর্ণার বাড়িতে যান। ভারি বৃষ্টি ও দুর্গম পথ অতিক্রম করে তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে পরিবারটির হাতে ২ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
পাশাপাশি চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
রিজভী বলেন, ‘ঋতুপর্ণা শুধু এ পরিবারের নয়, পুরো জাতির গৌরব। সে দেশের মুখ উজ্জ্বল করেছে। একটি সোনার সন্তানের মায়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা থাকবে, তা ভাবতেও কষ্ট হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারের পাশে সব সময় থাকবেন।’
তিনি আরো বলেন, ‘আমরা বিএনপি পরিবার সারা দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, অসহায়দের সহযোগিতা করছে। এই ধারাবাহিকতায় আজ আমরা এখানে এসেছি ‘
এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ তুহিন প্রমুখ।