img

বলিউড অভিনেত্রী ও স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সাধু বলে আখ্যায়িত করলেন মার্কিন গায়ক নিক জোনাস। তার মতে, প্রিয়াঙ্কা কখনো ভুল করেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন নিক। তার মতে, প্রিয়াঙ্কার কারণে তার দাম্পত্য জীবন সুখের হয়েছে।

 

‘দ্য স্কুল অফ গ্রেটনেস’ অনুষ্ঠানে উপস্থাপক লুইস হাওস নিককে প্রশ্ন করেন, ‘যদি এটা তোমার জীবনের শেষ দিন হতো, তাহলে তোমার মেয়ে মালতী মারির জন্য তিনটি কী শিক্ষা রেখে যেতে চাইতে?’ নিকের উত্তর ছিল আবেগময়। নিক বলেন, ‘প্রথমত, দয়া দেখাতে কখনো অনুশোচনা করবে না। এমনকী তা অসম্ভব মনে হলেও। দ্বিতীয়ত, আমাদের দরজা সবসময় খোলা থাকবে, টেবিলটা আরো বড় হবে।

 

মানে, আমাদের বাড়িতে সবাইকে স্বাগত জানানো হবে। থাকার জায়গা থাকবে, খাওয়ার ব্যবস্থা থাকবে। আর সবশেষে নিক বলেন, তোমার মা একজন সাধু। তিনি জীবনে একটিও ভুল করেননি।

 

তিনি সেরা।’

 

নিকের এই কথাগুলোতেই ফুটে ওঠে পরিবার ও মানবিকতার প্রতি নিকের শ্রদ্ধা এবং প্রিয়াঙ্কার প্রতি তার অগাধ ভালোবাসা। একই সাক্ষাৎকারে নিক আরো বলেন, ‘একজন অসাধারণ সঙ্গী হিসেবে প্রিয়াঙ্কা আমার পাশে আছে। তিনি যে ধরনের নারী, তাতে শুধু আমি নয়, আমাদের মেয়ে মালতীও উপকৃত হয়েছে। তার সঙ্গে পথচলা সত্যিই দুর্দান্ত।

 

এমন একজন অসাধারণ নারীর সঙ্গে একসঙ্গে হাঁটা—এটাই আমার পিতৃত্বকে আরো বিশেষ করে তোলে।’

 

২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বয়সে ১০ বছরের ছোট নিককে ভালোবেসেই বিয়ে করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ও নিক এখন তাদের তিন বছর বয়সী কন্যা মালতী মারিকে ঘিরে দারুণ সময় কাটাচ্ছেনর। প্রিয়াঙ্কার সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় মালতীর মিষ্টি মুহূর্তগুলো। নিকও মেয়ে মালতীর জন্য পাগল বলা চলে। প্রায়ই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে দেখা যায় এ জুটিকে।

এই বিভাগের আরও খবর