বাবর-রিজওয়ান-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আজ সেই সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যর দলের নেতৃত্ব দেবেন সালমান আলি আঘা।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের মতো এবারও তারকা ক্রিকেটারদের দলে রাখেনি পাকিস্তান।
দলটির তিন তারকা বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে আসবে তারা। গুঞ্জনটা অবশ্য আগে থেকেই ছিল। এবার সেটাই সত্যি হলো।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক হতে পারে দুই পেসারের।
তারা হচ্ছেন- সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। এ ছাড়া বিপিএল মাতানো খেলোয়াড়রাই আছেন পাকিস্তানের দলে।
সিরিজটি শুরু হবে আগামী ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই।
সব ম্যাচ মিরপুরেই হবে।
পাকিস্তান দল:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।