বার্সেলোনার সঙ্গে দুই বছরের নতুন চুক্তি সেজনির

বার্সেলোনার নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের ইনজুরিতে গতবছর অবসর ভেঙে কাতালুনিয়ায় এসেছিলেন ভয়চেখ সেজনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে গ্লাভস জোড়া তুলে নিয়েই নিজের পুরনো রূপে দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষের সামনে। এবার আরো দুই বছরের জন্য তাকে বার্সায় রাখার ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
৩৫ বছর বয়সী সাবেক এই পোলিশ গোলরক্ষকের আগের চুক্তি গত মাসে শেষ হয়।
তবে নতুন চুক্তিতে তিনি ২০২৭ সাল পর্যন্ত স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকবেন।
সেজনি গত বছরের অক্টোবরে অবসর ভেঙে বার্সায় যোগ দেয়ার পর কোচ হান্সি ফ্লিকের অধীনে ঘরোয়া ট্রেবল জয় করে বার্সা।
চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে শেসনি জানান, বার্সেলোনা তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে পরিবারের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেবেন।
নতুন মৌসুম শুরু হওয়ার আগে বার্সেলোনার মূল দলে বর্তমানে চারজন গোলরক্ষক রয়েছেন। তাই কাউকে না কাউকে ছাড়তে হবে বলেই মনে করছে ক্লাব।
সেজনির পাশাপাশি টের স্টেগেন আবার সুস্থ হয়ে দলে ফিরেছেন, ইনিজাকি পেনিয়া এখনো ক্লাবেই আছেন এবং নতুন করে জোয়ান গার্সিয়া ২৫ মিলিয়ন ইউরো (প্রায় ২৯.২ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে যোগ দিয়েছেন এসপানিওল থেকে।
ইএসপিএন জানিয়েছে, পেনিয়া এই গ্রীষ্মে ক্লাব ছাড়তে আগ্রহী হলেও টের স্টেগেন বার্সাতেই থাকতে চান।
সেজনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন আর্সেনালের হয়ে, এরপর ব্রেন্টফোর্ড ও রোমায় ধারে খেলার পর ২০১৭ সালে যোগ দেন জুভেন্টাসে।
সাত বছর ইতালির জায়ান্ট ক্লাবটিতে কাটিয়ে ২০২৪ সালে অবসরের ঘোষণা দেন। তবে বার্সেলোনার ডাকে সেই সিদ্ধান্ত বদলান তিনি।