img

ভারতের তামিলনাড়ুতে ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় এই ঘটনা ঘটে। এতে আহত হন আরো অন্তত ছয়জন। খবর এনডিটিভির।

 

খবরে বলা হয়, স্কুলবাসটি সকাল ৭টা ৪৫ মিনিটে কুড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে একটি রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় বাসটি ভিল্লুপুরম-মাইলাদুথুরাই যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্কুলবাসটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলওয়ে প্রাথমিক তদন্তে জানিয়েছে, গেটকিপার গেট বন্ধ করতে উদ্যোগী হলেও বাসচালক জোর করে গেট পার হতে চেয়েছিলেন।

এ কারণেই এই ঘটনা ঘটে।

 

রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা, অপারেশন এবং ইঞ্জিনিয়ারিং শাখার কর্মকর্তাদের একটি কমিটি ঘটনাটি তদন্ত করছে।

এদিকে এই ঘটনায় মৃত দুই শিক্ষার্থীর পরিবারের জন্য ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এবং গুরুতর আহত শিক্ষার্থীরা পাবেন ২.৫ লাখ টাকা করে।

এই বিভাগের আরও খবর