img

গত ২৪ ঘণ্টায় দেশের ৪৭ জায়গায় কমবেশি বৃষ্টি ঝরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই জেলায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

 

আবহাওয়া অফিস জানায়, হাতিয়ায় ১৪৬, পটুয়াখালীতে ১৪২, ফেনীতে ১৩৪, খেপুপাড়ায় ১২১, বাগেরহাটের মোংলা ও চট্টগ্রামের সন্দ্বীপে ১১১, গোপালগঞ্জে ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া খুলনার কয়রা ও নোয়াখালীর মাইজদিকোর্টে ৯৩, খুলনায় ৯০, ভোলায় ৭৬, সীতাকুণ্ডে ৭৭ ও চট্টগ্রামে ৬৯ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। পাশাপাশি বাকি জায়গাগুলোতেও কমবেশি বৃষ্টি হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের চার বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

 

সেই সঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।      

 

এই বিভাগের আরও খবর