img

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরো ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফেরেন। এ নিয়ে ৬০ জন দেশে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের পক্ষ থেকে জানানো হয়, এসব বাংলাদেশিরা সড়কপথে তেহরান থেকে মাশহাদ গমন করেন এবং সেখান থেকে বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকায় পৌঁছান।

 

ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের এ প্রত্যাবাসন সমন্বয় করেছে।

 

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন।

 

সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাগ এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

 

জানা গেছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন।

এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

 

এই বিভাগের আরও খবর