img

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দেশটির সরকারের অনুমোদিত প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সমিতি’র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সভাপতি এবং আবদুল সালাম তালুকদার সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হয়েছেন।

রবিবার (৬ জুলাই) রাতে আবুধাবির একটি অভিজাত হোটেল হলরুমে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিনিস্টারি অব কমিউনিটি ডেভেলপমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল আমরি, ড. জামিল আল আমালাওয়ী এবং মোহাম্মদ আল বেলুসি।

 

সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাম তালুকদারের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ মাহমুদ আজম।

সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে শওকত আকবর এবং কোষাধ্যক্ষ পদে মাহমুদ আজম খানকে পুনরায় নির্বাচিত করা হয়। এছাড়া, নুর মোহাম্মদকে বোর্ড অব ডাইরেক্টরের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

 

নবগঠিত কমিটি আমিরাতের মিনিস্টারি অব কমিউনিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এসময় নবনির্বাচিত কমিটিকে উপস্থিত অতিথিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও খবর