img

গত মাসে ইসরায়েলি হামলার কবলে পড়া ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় রবিবার বিস্ফোরক নিষ্ক্রিয়ের সময় ইরানের বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

ইসলামী বিপ্লবী গার্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, খোররামবাদ এলাকায় রবিবার ইসরায়েলের হামলায় অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় ও সরানোর সময় বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধ ১৩ জুন ইসরায়েলের বোমা হামলার পর শুরু হয়েছিল।

 

ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এ হামলা চালিয়েছিল। তবে তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করেছে। 

 

ইরানে চালানো ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ডসহ বেশ কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হন। ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৯০০ জন নিহত হয়েছে।

 

অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়েছে। ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 

 

এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে আসেন। যুদ্ধের প্রথম দিন থেকেই বন্ধ থাকা ইরানের আকাশসীমা বৃহস্পতিবার পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে দেশটি।

 

 

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর