ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩২ জন নিহত

গাজা ভূখণ্ডজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় রবিবার ভোর থেকে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস, গাজা সিটি এবং আল-নুসেইরাত শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এর আগে গত শনিবার গাজা সিটির জেইতুন এলাকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল-শাফি স্কুলে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে আল জাজিরা।
সেখানে প্রাণে বেঁচে যাওয়া জাহওয়া সালমি বলেন, ‘রাত ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। লোকজন চিৎকার করছিল, সাহায্য চাইছিল। তারপর হঠাৎ চারদিক চুপচাপ হয়ে যায়।’
সালমি আরো জানান, তার সন্তানদের নিয়ে স্কুলের একটি ভাঙা দেয়াল টপকে পালিয়ে এসেছেন। সেখানে কয়েকটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও জানান তিনি।