img

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি স্পোর্টস হলে ঢুকে শনিবার একজন স্থানীয় সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্ধুকধারীরা। ওই কর্মকর্তা অপেশাদার বাস্কেটবল খেলায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

মেক্সিকোর সহিংস প্রদেশ গুয়ানাজুয়াতোর ওই স্পোর্টস হলে বিভিন্ন পরিবার ও শিশুরাও উপস্থিত ছিল। এ সময় অ্যাপাসিও এল গ্রান্দে নগর পরিষদের সচিব ইগনাসিও আলেজান্দ্রো রোয়ারো নিহত হন।

 

 স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় একজন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নগর পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘ঘৃণ্য ও কাপুরুষোচিত যে হামলায় শনিবার আমাদের সহকর্মী ও বন্ধু, নগর পরিষদের সচিব ইগনাসিও আলেজান্দ্রো রোয়ারো প্রাণ হারিয়েছেন, সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে নগর পরিষদ।’

গত জুন মাসে অ্যাপাসিও এল গ্রান্দের ৮০ কিলোমিটার দূরের একটি এলাকার একটি অনুষ্ঠান লক্ষ্য করে বন্দুক হামলায় ১১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। এর এক মাস আগে ইরাপুয়েতো এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তদন্তকারীরা ১৭টি লাশ উদ্ধার করে।

 

গুয়ানাজুয়াতোতে সংঘটিত বেশির ভাগ সহিংসতা লাতিন আমেরিকার দেশটির অন্যতম শক্তিশালী গ্যাং জালিস্কো নিউ জেনারেশন চক্র ও সান্তা রোজা ডি লিমা গ্যাংয়ের মধ্যে সংঘাতের সঙ্গে সম্পর্কিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গুয়ানাজুয়াতোতে গত বছর তিন হাজারেরও বেশি খুন হয়েছে, যা মেক্সিকোর অন্য যেকোনো প্রদেশের চেয়ে সর্বোচ্চ ও দেশব্যাপী খুনের ১০.৫ শতাংশ।

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর