img

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন বেশ কজন ক্রিকেটার। তবে জায়গা নাজমুল হোসেন শান্তর।

ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ।

 

এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী পেসার।

 

অন্যদিকে ২১ মাস পর ওয়ানডেতে সুযোগ পাওয়া নাঈম আছেন সংক্ষিপ্ত সংস্করণেও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বশেষ ২০২২ সালের আগষ্টে খেলেন বাঁহাতি ওপেনার, শারজায় আফগানিস্তানের বিপক্ষে।

 

বর্তমানে শ্রীঙ্কায় দলের সঙ্গে আছেন তিনি। 

 

শান্তর সঙ্গে সর্বশেষ পাকিস্তান সিরিজে থাকা সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম শ্রীলঙ্কা সিরিজে জায়গা পাননি। অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজ ও তাসকিন আহমেদও।

তিন ম্যাচের সিরিজটি আগামী ১০ জুলাই শুরু হবে ক্যান্ডিতে।

 

বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোয়। বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। তিন ম্যাচের দ্বিতীয়টিতে আগামীকাল কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

 

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ