সিরিজে ফেরার সুযোগ দেখছেন বাংলাদেশি ওপেনার

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের সিরিজ হওয়ায় এখনো সুযোগ রয়েছে সিরিজ জয়ের। আগামীকাল কলম্বোতেই দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তানজিদ হাসান তামিম।
সিরিজে প্রত্যাবর্তনের বিষয়ে তানজিদ তামিম বলেছেন, ‘অবশ্যই আমাদের ফিরে আসার সুযোগ আছে।
তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ শেষ হয়েছে। পরের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা সিরিজে ভালোভাবেই থাকব।’
অথচ, প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ।
কেননা একটা সময় ১ উইকেটে ১০০ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু এরপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ৫ রানে পরে ৭ উইকেট হারিয়ে ফেলে। তাতে ৭৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
সিরিজে ফেরার ম্যাচে আবার কোচ ফিল সিমন্সকে পাশে পাচ্ছে না বাংলাদেশ। চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেছেন তিনি। কোচ যাওয়ার আগে কি আলোচনা হয়েছে সে বিষয়ে তানজিদ তামিম বলেছেন, ‘গত ম্যাচের ব্যাপারে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, কোচ সেখানে কিছু কথা বলেছেন। গত ম্যাচে আমরা যেভাবে ভেঙে পড়েছি, তাতে একটাই বার্তা—এ রকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে। কারণ উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন, শ্রীলঙ্কারও ভালো স্পিনার আছে।
হাসারাঙ্গার বিপক্ষে বাঁ-হাতি ব্যাটার বেশি সময় খেলা উচিত। কারণ বাঁ-হাতিদের জন্য সে ততটা কার্যকরী নয়। আশা করি, সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে।’