img

প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে বুলডোজার (Bull dozer) এনার্জি ড্রিংকসের সৌজন্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প-২০২৫ (Campus Futsal Champ)।

তিন দিনব্যাপী টুর্নামেন্টটি বসছে ঢাকার কোর্টসাইড (Courtside) ফুটসাল গ্রাউন্ডে। আগামী ৯ থেকে ১১ আগস্ট টুর্নামেন্টটি হবে। টুর্নামেন্টে অংশ নিবে ২৪ বিশ্ববিদ্যালয়।

ফুটসাল টুর্নামেন্টের Powered By স্পন্সরে রয়েছে Active+ ইলেক্ট্রলাইট ড্রিংকস। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে কালের কণ্ঠ। 

 

প্রায় সাড়ে ৩ লাখ টাকার মোট প্রাইজ মানির মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাক। রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা।

টুর্নামেন্টের অডিও ভিজুয়াল পার্টনারে থাকছে Dope Production এবং মিউজিক্যাল পার্টনারে রয়েছে Level Five. 

 

তারুণ্যের এই উৎসবকে ভাগাভাগি করে নিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে হবে ট্রফি ট্যুর। অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে টিকিটো যা ইভেন্ট টিকিটিং ও অর্গানাইজার প্ল্যাটফর্ম। এর নেতৃত্বে আছেন ইনোপ্লাম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমামুল হাসান তানভীর, সঙ্গে আরো আছেন আয়োজক প্রতীক, জিসান, তাসিনসহ একঝাঁক উদ্যমী তরুণ উদ্যোক্তা।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ