img

পাকিস্তানে শুক্রবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এছাড়াও আরো ভুক্তভোগী ধ্বংসস্তূপে আটকে আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

করাচি শহরে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসাবশেষ থেকে আটকে পড়াদের বের করতে কাজ করছেন।

 

 

স্থানীয় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তারা এখন পর্যন্ত পাঁচটি লাশ ও ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। তিনি জানান, প্রায় শতাধিক মানুষ ওই ভবনটিতে বাস করছিল। 

উদ্ধার অভিযান পরিচালনাকারী এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাদ এধি ভবনটিকে জীর্ণ উল্লেখ করে এএফপিকে বলেছেন, অন্তত ৮ থেকে ১০ জন মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে আছে। তবে তিনি নিহতের সংখ্যা চারজন বলে উল্লেখ করেন।

 

 

২৪ কোটিরও বেশি জনসংখ্যার পাকিস্তানে ছাদ এবং ভবন ধসের ঘটনা নিয়মিত ঘটছে। মূলত দুর্বল নিরাপত্তা মান ও নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এসব ঘটনা ঘটছে। এদিকে দুই কোটিরও বেশি জনসংখ্যার করাচি দুর্বল নির্মাণ, অবৈধ সম্প্রসারণ, পুরাতন অবকাঠামো, অতিরিক্ত জনাকীর্ণতা ও ভবন বিধিমালার শিথিল প্রয়োগের জন্য কুখ্যাত।

 

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর


সর্বশেষ