img

আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের কালসাপ বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, কালসাপ যতই সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক। কালসাপের নেচার সে ফনা তুলবে, সে ছোবল দেবেই।

শুক্রবার (৪ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

রিফাত রশিদ বলেন, আওয়ামী লীগ যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছোবল সৃষ্টি করেছে।

 

তাই বলব যারা আওয়ামী পনা হয়েছে, মুজিববাদ যাদের রক্তে তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না। তাদেরকে আপনারা ধারণ করবেন না। 

 

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হওয়ার কোন প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে।

 

বাংলাদেশের ছাত্রজনতা এটি প্রতিরোধ করবে। এবং সেই সাথে আরো একটা কথা স্পষ্টভাবে বলতে চাই। আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বিশাল বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে।

 

আমরা এটাও বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে রকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতিত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোন প্রকার সুযোগ নেই।

 

তিনি আরো বলেন, মৌলিক সংস্কারের প্রতি জিরো টলারেন্স স্থিতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতিত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

রিফাত রশিদ বলেন, অভ্যুত্থানের এক বছর পরে এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলো পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমলের পুলিশ বর্তমানে শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য দেখা করা হবে। চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে শুদ্ধি অভিযান ও আন্দোলন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন রিফাত রশিদ।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ