ওয়েল ফুড কেক বেকিং ও ডিজাইন প্রতিযোগিতা ২০১৭

ইতিমধ্যেই আপনি হয়ত আপনার পরিবারের জন্য অসাধারণ কেক বেকিং এবং ডিজাইন করেছেন। আপনার এই অনন্য প্রতিভাকে ফুটিয়ে তুলবার প্রয়াসেই আমাদের এই প্রতিযোগিতা আয়োজন।
আমাদের সাথে আপনার নিজস্ব ডিজাইনে করা সেরা কেক বেকিং রেসিপিটি শেয়ার করুন। সকল প্রতিযোগীদের আবেদন যাচাই বাছাই সাপেক্ষে ২০ জন প্রতিযোগী নির্বাচিত করা হবে। পরবর্তীতে ৩ পর্বের মধ্য দিয়ে সেরা কেক বেকার বাছাই করা হবে। ৩ জন নির্বাচিত প্রতিযোগীর মধ্যে পর্যায়ক্রমে প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ৩ দিন ২ রাত কাপল ভ্রমন প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে, ঢাকা-নেপাল-ঢাকা ৩ দিন ২ রাত কাপল ভ্রমন প্যাকেজ, তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে, ঢাকা-কলকাতা-ঢাকা ৩ দিন ২ রাত কাপল ভ্রমন প্যাকেজ। ২০ জন প্রতিযোগী হতে অনির্বাচিত সকলের জন্যই রয়েছে ওয়েল ফুড এর পক্ষ হতে আকর্ষণীয় গিফট প্যাক। এ ফর্মটি পুরন করে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন।
রেজিস্ট্রেশনের জন্য নিম্নক্ত ফর্ম পুরন করে ফেলুন ঝটপট।
গুগলে লিখুন :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehzz4nSG-31nRINtRdPPnheLFT9mAPNIJZbZGHy68gXMQ_Nw/viewform
প্রতিযোগিতায় অংশগ্রহণ এর শেষ তারিখ ১৬ নভেম্বর, ২০১৭।