img

প্রায় ১৯ বছর পর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়েচড়ে বসেছিলেন সিনেমাপ্রেমীরা। ছবিটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তারা। ‘হেরা ফেরি ৩’ সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল।

 

 আর এ ঘটনায় সিনেমাপ্রেমীরা তো বটেই, হতাশ অক্ষয় কুমারও।

 

পরেশের এভাবে সরে যাওয়া মেনে নিতে পারছেন না অক্ষয় কুমার। যেহেতু হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নিয়েছেন অক্ষয়, তাই তার প্রযোজনা সংস্থা মামল করে পরেশের নামে। এখন বেশ উত্তপ্ত অবস্থায় দুই তারকার সম্পর্ক।

 

তবে কর্মজীবনে তাদের সম্পর্কের মেরুকরণ যাই হোক না কেন, ব্যক্তি পরেশকে নিয়ে কোনো কটাক্ষ শুনতে রাজি নন অক্ষয়। সম্প্রতি এমন দৃশ্যই দেখা গেল এক অনুষ্ঠানে।

 

‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জনৈক সাংবাদিক পরেশ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে তাকে ‘বোকা’ বলে সম্বোধন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ওই সাংবাদিককে এক হাত নেন অক্ষয়।

 

তিনি বলেন, ‘আমার সহ-অভিনেতাকে কেউ বোকা বললে কিংবা এই ধরণের শব্দ প্রয়োগ করে সম্বোধন করলে আমি সেটা সমর্থন করা তো দুর, সহ্যও করব না।’ 

 

বলিউড খিলাড়ি আরো বলেন, “আমি ওর সঙ্গে বিগত ৩২ বছর ধরে কাজ করছি। আমরা খুব ভালো বন্ধু। আর পরেশ ভীষণই দক্ষ অভিনেতা। আমি সত্যি ওর কাজের ভক্ত।

 

আমার মনে হয় না এই মঞ্চে ‘হেরা ফেরি ৩’ বিতর্ক নিয়ে আলোচনা করাটা ঠিক হবে। কারণ যা ঘটেছে, সেটা ভীষণই গুরুগম্ভীর সমস্যা। বিষয়টা আদালত দেখছে। আমি এই বিষয়ে কোনও কথা এখানে বলতে চাই না।”

 

সম্প্রতি পরেশ রাওয়াল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র  ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়ে চমকে দিয়েছেন সবাইকে। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘ জটিলতা কাটিয়ে মুক্তির মুখ দেখছিল, এমন সময় পরেশের এই সময় পরেশ সরে যায় সিনেমা থেকে। তিনি জানিয়েছেন, মতবিরোধ নয় বরং ব্যক্তিগত কারণেই তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করে। ইতিমধ্যেই আইনি নোটিস গিয়েছে প্রবীণ অভিনেতার কাছে। পরেশও তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি মোকাবেলা করছেন। 

 

এদিকে পরেশ রাওয়ালের এমন সিদ্ধান্তের পর ‘হেরা ফেরি ৩’ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে। বাবুবারও চরিত্রটি ছাড়া হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি সামনে আগানো উচিত না বলেই মনে করছেন অধিকাংশ অনুরাগী ও দর্শক। সুনীল শেঠিও বলেছেন, বাবুরাও ছাড়া এ সিনেমা হবে না। তাহলে কি অনিশ্চিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত? যদিও প্রিয়দর্শন বা অক্ষয় কুমার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এই বিভাগের আরও খবর