img

মিরপুরে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচে দ্বিতীয় দিনে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা মাঠের উত্তেজনাকে রূপ দেয় শারীরিক বিরোধে। ম্যাচের ১০৪তম ওভারে ইনোসেন্ট এনতুলির প্রথম বলেই সামনে এগিয়ে এসে ছক্কা মারেন বাংলাদেশের ব্যাটার ও পেসার রিপন মণ্ডল। তবে ছক্কা হজমের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এনতুলি।

বল করার পর রিপনের দিকে এগিয়ে এসে সরাসরি ধাক্কা দেন এনতুলি।

 

রিপন শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এনতুলি থেমে থাকেননি। এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন তিনি। উত্তেজনার মধ্যে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। পরে আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

ম্যাচটি প্রথম শ্রেণির স্বীকৃতি না পেলেও, এই ধরনের আচরণ শৃঙ্খলাভঙ্গ হিসেবেই দেখা হতে পারে। এ ঘটনায় শাস্তি হতে পারে দুজনরেই। 

ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল ছিল শক্ত অবস্থানে। প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ৩৭১ রান।

 

৮১ বলে ৪৩ রান করে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিপন মণ্ডল।, শেষ পর্যন্ত তাকে আউট করেন সেই এনতুলি।

 

এই বিভাগের আরও খবর