মৌরিতানিয়ায় হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল
মৌরিতানিয়ায় বহু হজযাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা পোস্টও করা হচ্ছে। তবে এ বিষয়ে সত্যতা জানিয়েছে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হজ্ব পরিচালক আল ওয়ালি তাহা নিশ্চিত করেছেন, লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার হজযাত্রীদের বহনকারী কোনো উড়োজাহাজ বিধ্বস্ত হয়নি।
বিমান দুর্ঘটনার গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন।
আল ওয়ালি তাহা জানান, ‘মৌরিতানিয়ার সকল হাজি নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন। কোনো দুর্ঘটনার খবর নেই। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হজ ফ্লাইট বিধ্বস্ত হওয়ার গুজব মিথ্যা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, মৌরিতানিয়ার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২২০ জন হাজি ছিলেন এবং উড়োজাহাজটি লোহিত সাগরে বিধ্বস্ত হয়। এসব গুজবের সঙ্গে একটি ছবি সংযুক্ত ছিল, যা বিভ্রান্তি ছড়ায়। তবে সরকারি দপ্তর ও এয়ারলাইনস কর্তৃপক্ষ এসব প্রতিবেদন সরাসরি অস্বীকার করেছে।
মৌরিতানিয়া এয়ারলাইনসও এক বিবৃতিতে জানিয়েছে, ‘চলতি বছরের হজ্ব মৌসুমে ২৩, ২৪ ও ২৫ মে—এই তিন দিনে তিনটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করা হয় এবং সবগুলো ফ্লাইট যথাসময়ে ও নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছে।’
তারা আরো জানায়, ‘কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি। আমাদের সকল যাত্রী নিরাপদ।’ সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মৌরিতানিয়ার সরকার। তারা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করে তবেই তা বিশ্বাস করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : এক্স

