img

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়নের জন্য প্রস্তুত। যাত্রীরাও বসে পড়েছেন নিজ নিজ আসনে। এমন সময় ফ্লাইটে দুই কবুতরের আগমনে বিমানটির যাত্রা দুইবার বিলম্বিত হয়।

গত শনিবার (২৪ মে) মিনেসোটা থেকে উইসকনসিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ডেল্টা ফ্লাইট ২৩৪৮-এর।

 

কিন্তু বোর্ডিংয়ের পরপরই একটি কবুতর বিমানের কেবিনে উড়ে বেড়াতে শুরু করে। বাধ্য হয়ে বিমানটিকে আবার গেটে ফিরিয়ে আনা হয়। মাটিতে নামার পর গ্রাউন্ড ক্রু এসে কবুতরটিকে সরিয়ে নেয়।

 

তবে এই নাটকীয়তা এখানেই শেষ হয়নি।

 

উড্ডয়নের জন্য রানওয়ের দিকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটি কবুতর হঠাৎ করে কেবিনে ডানা মেলে। এতে আবারও বিমানটি ফিরে আসে গেটে।

 

এ ঘটনার একটি ভিডিও ধারণ করেন যাত্রী টম ক’ও। তিনি পরে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করলে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের হাতে আসে।

 

ভিডিওতে দেখা যায়, এক যাত্রী তার জ্যাকেট দিয়ে কবুতর ধরার চেষ্টা করছেন।

 

ডেল্টা এয়ারলাইন্স মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কবুতরের এই অনাকাঙ্ক্ষিত আগমন বিমানটির যাত্রা ৫৬ মিনিট বিলম্বিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কর্মীদের সতর্ক পদক্ষেপ এবং যাত্রীদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ, যারা উড্ডয়নের আগে নিরাপদে দুইটি পাখিকে সরিয়ে নিতে সাহায্য করেছেন। আমরা যাত্রীদের কাছে এই বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করছি।’

 

ঘটনার বিবরণ দিয়ে টম কও তার ইনস্টাগ্রামে লেখেন, “যখন আমি মিনেসোটা বিমানবন্দরে ডেল্টা ফ্লাইট ২৩৪৮-এ উঠলাম, তখন একজন যাত্রী ফ্লাইট অ্যাটেনডেন্টকে বললেন যে বিমানে একটি কবুতর রয়েছে।

 

পাইলট মাইকে এসে বলেন, ‘আমার জীবনে প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছি।’ পরে লাগেজ হ্যান্ডলাররা এসে কবুতরটি ধরে নিয়ে যান। যাত্রীরা করতালি দেন, এমনকি এক ছোট্ট মেয়ে জিজ্ঞেস করেছিল সে কি কবুতরটিকে আদর করতে পারে।”

 

কিন্তু নাটকের দ্বিতীয় পর্ব তখনও বাকি ছিল। টম জানান, “বিমানটি যখন রানওয়ের দিকে এগোচ্ছে, তখনই দ্বিতীয় একটি কবুতর কেবিনে উড়ে যায়। আমি সেই মুহূর্তের ভিডিও ধারণ করেছি। ফের বিমানটি গেটে ফিরে আসে। পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানালে, তারা বলেন এমন ঘটনা এই প্রথম শুনলেন। পাইলট মুচকি হেসে জানান, ‘আমার জন্য এটা দ্বিতীয়বার, আধা ঘণ্টা আগেই প্রথমবার হয়েছিল।’”

দ্বিতীয় কবুতরটিও জীবিত এবং সুস্থ অবস্থায় সরিয়ে নেওয়া হয় বলে জানান টম।

মজার ছলে তিনি লেখেন, ‘আমার মনে হয় কবুতরগুলো হয়তো উড়তে ক্লান্ত ছিল আর স্ন্যাকস খেতে চাচ্ছিল। তারা জানত না, এই ফ্লাইটটা এতটাই ছোট যে ডেল্টা এখানে খাবার বা পানীয় দেয় না!’

উল্লেখ্য, ১১৯ জন যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য নিয়ে এয়ারবাস এ-২২০ বিমানটি শেষ পর্যন্ত মিনেসোটা থেকে উড্ডয়ন করে উইসকনসিনের ম্যাডিসন শহরের ডেন কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরে অবতরণ করে।

এই বিভাগের আরও খবর