img

সংযুক্ত আরব আমিরাতের কাছে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি হেরে যেন নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আগামী পরশু থেকে। এর মধ্যে আজ পাকিস্তানে গিয়ে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। আমিরাতের বিপক্ষে হারের ধাক্কা সামলে এই সিরিজে আরো সতর্ক থাকতে চাওয়ার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

 

নাজমুল জানান, আমিরাতের বিপক্ষে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে এই জায়গায় আরেকটু সতর্ক হবে বাংলাদেশ। মিরপুরে পরশু রাতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল বলেন, ‘আমিরাতে আমরা একটু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। সব সময় যে পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছি, তা নয়।

তবে এগুলো কোনো অজুহাত নয়। পাকিস্তানে আমরা আরেকটু সতর্ক হব। আরেকটু সাবধান হব।’ 

 

পাকিস্তান সফরের আগে আমিরাতের বিপক্ষে সিরিজটিকে প্রস্তুতির অংশ বলা হয়েছিল।

প্রস্তুতির ভাবনাটাই সিরিজের ফলে প্রভাব রাখতে পারে বলে মনে করেন নাজমুল, ‘আমিরাতে সবার মাথায় প্রস্তুতির চিন্তা ছিল কি না, আমি পুরোপুরি নিশ্চিত নই। সবাই হয়তো ভেবেছে পাকিস্তানে গিয়ে ভালো খেলব। সেটার প্রস্তুতি আমরা এখানে নিচ্ছি। এ কারণে আমিরাতে মানসিকভাবে আমাদের যতটা শক্ত থাকার কথা ছিল, তা ছিল কি না এই প্রশ্ন আসতে পারে।’

 

মাঠের ক্রিকেটে বাংলাদেশ যে খারাপ সময় কাটাচ্ছে, সেটাও অকপটে স্বীকার করেছেন বিসিবির এই শীর্ষ কর্তা, ‘আমরা অনেক দিন ধরেই ভালো ক্রিকেট খেলছি না।

আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটারদের আমরা সেভাবে গড়ে তুলতে পারিনি। প্রতিযোগিতামূলক পরিবেশ, চাপের মুখে খেলা—এসব জায়গায় আমরা ব্যর্থ হয়েছি।’ 

 

সব ভুলে অবশ্য পাকিস্তানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের আশা নাজমুলের, ‘আশা করি পাকিস্তানে আমরা আরো ভালো কিছু দেখতে পাব। সেখানে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখব আশা করি। ভালো খেলতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব।’

চোটে পড়ে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলতে গিয়ে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান এই বাঁহাতি পেসার। চিড় ধরা পড়ায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। মুস্তাফিজের জায়গায় পাকিস্তান সফরে যাচ্ছেন খালেদ আহমেদ।

এই বিভাগের আরও খবর