নিজের অজান্তেই অভিনেত্রী সোনালির গর্ভে সন্তান!

‘আগা বাই আরেচা’ শিরোনামে মারাঠি সিনেমার ‘ছাম ছাম কারতা’ গানের শুটিং করছিলেন সোনালি বেন্দ্রে। সেই সময়ে তার চেহারা ভারী দেখাচ্ছিল বলে জানিয়েছিলেন কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান।
তিনি ভেবেছিলেন, পাঞ্জাবি পরিবারে বিয়ের পরে সোনালি খুব খাওয়াদাওয়া করছেন। তাই ওজন বাড়ছে।
কিন্তু চেহারা ভারী হওয়ার আসল কারণ ছিল, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তখনও টের পাননি, অর্থাৎ বুঝতেই পারেননি সোনালি।
সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানের জন্য সোনালির বাড়িতে যান ফারাহ খান। কাশ্মীরি গুচ্ছি পোলাও রাঁধতে রাঁধতে কথা বলছিলেন তারা।
এ সময় কথা প্রসঙ্গে এই বিষয়গুলো উঠে আসে।
ফারাহ খান বলেন, সোনালির সঙ্গে বহু গান নিয়ে কাজ করেছি। ‘আঁখো মে বাসে হো তুম’ গানে আমরা এক সঙ্গে কাজ করেছিলাম। তার পরে ‘ডুপ্লিকেট’ ছবির গানেও এক সঙ্গে কাজ করি।
মনে আছে, মারাঠি গান ‘ছাম ছাম কারতা হ্যায়’ গানেও এক সঙ্গে কাজ করেছিলাম।”
সঙ্গে সঙ্গে সোনালি বলে ওঠেন, ‘ওই গানের শুটিং চলাকালীন আমি জানতামও না, আমি অন্তঃসত্ত্বা।’
অভিনেত্রী আরো বলেন, ‘ফারাহ ভাবত, পাঞ্জাবি পরিবারে গিয়ে আমি খুব খাওয়াদাওয়া করছি। পরে জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। তার আগে জানতেই পারিনি।’
গর্ভে সন্তান নিয়েই নাচের দৃশ্যের শুটিং করেছিলেন সোনালি। কিন্তু ফারাহর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা হয়নি তার। সোনালির কথায়, ফারাহর সঙ্গে কাজ করা খুবই সহজ। সরোজজির (সরোজ খান) সঙ্গে কাজ করতে গিয়ে খুব চিন্তা হয়। ফারাহর সঙ্গে তেমন হয় না। ফারাহ বকুনি দিলেও দুই মিনিটের মধ্যে সব মিটে যায়।
প্রসঙ্গত, ২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেছিলেন সোনালি। ২০০৫ সালে অভিনেত্রী একমাত্র পুত্রসন্তানের জন্ম দেন।