মায়ের সামনেই আমিরকে চুমু খেয়েছিলেন কারিশমা, এরপর যা ঘটেছিল...

২৯ বছর আগে মুক্তি পাওয়া আমির খান ও কারিশমা কাপুরের ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমা ব্যাবসায়িকভাবে সফল হয়েছিল। কিন্তু আমির-কারিশমার বহুল আলোচিত চুম্বন দৃশ্যের জন্য শিরোনামে উঠে এসেছিল ছবিটি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে, কারিশমা দৃশ্যটি চিত্রগ্রহণের সময় তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন, সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।
রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি।
লোকে বলে, ‘ওহ, কী দারুণ চুমু’ ইত্যাদি আরো কত কিছু। কিন্তু তিন দিন ধরে আমরা ওই শুটিংয়ের মধ্য দিয়ে গিয়েছি... ফেব্রুয়ারিতে উটিতে শুটিং হচ্ছে...আমরা বিরক্ত হয়ে বললাম, ‘এই চুম্বন দৃশ্যের শুটিং কবে শেষ হবে?’”
কারিশমা আরো বলেন, ‘সে সময় প্রচণ্ড ঠাণ্ডা ছিল। ঝড়, হাওয়া এবং ঠাণ্ডা পানিতে আমাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। আমরা সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিস্থিতিতে কাজ করেছি।
টেকের মাঝে কাঁপছি। সুতরাং আমি মনে করি, এই ধরনের পরিস্থিতিতে কাজ করার একটি ভিন্ন অভিজ্ঞতা ছিল।’
এর আগে ‘লেহরেন রেট্রো’কে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক ধর্মেশ দর্শন জানিয়েছিলেন, আমির খান ও কারিশমা কাপুরের চুম্বন দৃশ্যের সময় অভিনেত্রীর মা ববিতা কাপুর তিন দিনই সেটে উপস্থিত ছিলেন। সেটে কারিশমা দারুণ মানুষ ছিল, সে খুব উত্তেজিত ছিল।
আমি তার মধ্যে সেই ভাবটা দেখতে পাচ্ছিলাম। তিনি এতটাই আন্তরিক ছিলেন... এর আগে কখনো চুম্বন দৃশ্য করেননি তিনি। আমি তাকে বলেছিলাম যে সে কী পরবে, ব্যাকগ্রাউন্ডটি উত্তেজক হবে না।
নির্মাতা আরা বলেন, ‘তারপরে আমি ববিতাজিকে ভেতরে ডেকে সেই ক্রমটি বর্ণনা করি। কারণ কারিশমা তখনও খুব ছোট ছিল, আর মা সহজেই প্রভাব বিস্তার করতে পারে, তাই না? এবং লোলোর একটি ভালো ইমেজ ছিল; সে খুব কোলাহলপূর্ণ মেয়ে ছিল না।
ববিতাজি শুটিংয়ের পুরো তিন দিন বসে ছিলেন, আমি ওকে যেতেই দিইনি।’