বাংলাদেশে প্রথম ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা

ঢাকায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা। শনিবার (২৪ মে ২০২৫) কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী আসর, যার নাম ছিল ‘SIXR Cricket Carnival Volume One’। প্রতিযোগিতাটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা SIXR Cricket Foundation।
এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১১৫ জন শিশু।
তাদের মধ্যে সেরা তিন হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ শিহাব, আসির ইনতাসা সোহান এবং শিহাব ইসলাম। ছয়টি বলের মধ্যে যত বেশি ছক্কা মারা যায়, সেটিই ছিল এই প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ। লং-অফ থেকে লং-অন অঞ্চলের মধ্যে ছক্কা হাঁকাতে হয় প্রতিযোগীদের। সোহান মারেন সর্বোচ্চ ৪টি ছক্কা, যার সম্মিলিত দৈর্ঘ্য ছিল ১৯১ মিটার।
প্রতিটি অংশগ্রহণকারীকে একটি করে ব্যাট ও ক্যাপ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে এক ঘণ্টার একটি সেশন নেন, যেখানে তিনি বড় শট খেলার কৌশল ও অভিজ্ঞতা ভাগ করে নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও এবারের ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর কোচ হান্নান সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের দল পরিচালক শানিয়ান তানিম, বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, কোচ মাহবুব আলী জাকি, ঢাকা স্পোর্টিং ক্লাবের কোচ ফাহিম আলিম ও রুবাইয়াত হক এবং SIXR Cricket-এর মালিক আহাদ মোহাম্মদ।
SIXR Cricket Foundation একটি যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। যাদের লক্ষ্য হলো বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে কাজ করা। প্রতিটি শিশুর হাতে একটি ব্যাট তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছে এই সংস্থা।