img

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া হাউস এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ মে, রাজধানীর পল্টন ময়দানে।

আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের ড্র, জার্সি এবং ট্রফি উন্মোচন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আলফাজ আহমেদ। তিনি বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে। তাদের খেলতে দেখা সত্যিই আনন্দের। ফুটবল একটি রোমাঞ্চকর খেলা এবং এই আয়োজন সেই আনন্দকে আরো বাড়িয়ে তোলে।’

 

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, ‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। এখানে প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্ববোধের প্রকাশই বেশি আনন্দদায়ক। স্কয়ার গ্রুপ শুরু থেকেই এই আয়োজনের সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট আহ্বায়ক রায়হান আল মুঘনি।

 

এরপর বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন অংশগ্রহণকারী সাংবাদিকদের সতর্কভাবে খেলার অনুরোধ জানান যেন চোট-আঘাত এড়িয়ে সুস্থভাবে পুরো টুর্নামেন্ট উপভোগ করা যায়।

 

সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আমাদের পাশে রয়েছে। তাদের সহায়তা ছাড়া এ ধরনের আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের জন্য এটি কেবল একটি খেলাধুলার আয়োজন নয়, বরং কাজের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে প্রাণ খুলে খেলাধুলা করার দারুণ সুযোগ।’

টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে।

 

প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের মিডিয়া কাপের চ্যাম্পিয়ন দল।

 

শিরোনাম

‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি
‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো
‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন
‘ডি’ গ্রুপ’— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক।

এই বিভাগের আরও খবর