প্রিমিয়ার লিগ বর্ষসেরা সালাহ

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
৩২ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন। জনসাধারণের ভোট এবং ফুটবল বিশেষজ্ঞদের একটি প্যানেলের ভোটের সমন্বয়ে এই পুরস্কার প্রদান করা হয়। সালাহ এর আগে ২০১৭-১৮ মৌসুমেও এই সম্মান অর্জন করেছিলেন।
এই মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দেন সালাহ। তিনি দলের সতীর্থ ভার্জিল ভ্যান ডাইক এবং রায়ান গ্র্যাভেনবার্খ ছাড়াও আর্সেনালের মরগান গিবস-হোয়াইট ও ডেক্লান রাইস, নিউক্যাসেলের আলেকজান্ডার ইসাক, ব্রেন্টফোর্ডের ব্রায়ান এমবেমো এবং নটিংহ্যাম ফরেস্টের ক্রিস উডকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন।
২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথমবারের মতো কোনো ম্যানচেস্টার সিটি খেলোয়াড় এই পুরস্কার পাননি।
সালাহ প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে একাধিকবার এই পুরস্কার জিতেছেন।
এর আগে থিয়েরি অঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেমানজা ভিডিচ এবং কেভিন ডি ব্রুইনা দুইবার করে এই পুরস্কার জেতেন। তবে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তির ফলে সালাহর সামনে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
আগামীকাল রবিবার প্রিমিয়ার লিগের শেষ দিনে আরো একটি রেকর্ড গড়তে পারেন সালাহ। তিনি বর্তমানে গোল (২৮) ও অ্যাসিস্ট (১৮) উভয় বিভাগেই শীর্ষে রয়েছেন।
যদি তিনি এই অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে একই মৌসুমে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার এবং প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় হবেন এই মিশরীয় ফরোয়ার্ড।
সালাহর রেকর্ড গড়া মৌসুম
চলতি মৌসুমটা অসাধারণ কেটেছে সালাহর। তার অসাধারণ নৈপূন্যে লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা। ব্যক্তিগত অর্জনেও পিছিয়ে নেই সালাহ। লিগে ২৮ গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্টও করেছেন।
তার মোট ৪৬টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট)—যা ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ রেকর্ড। সামগ্রিকভাবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার এবং অ্যান্ড্রু কোলের ৪৭ গোল অবদানের রেকর্ড থেকে তিনি মাত্র এক ধাপ পেছনে।
৩২ বছর বয়সেও সালাহ রেকর্ড ভাঙা চালিয়ে যাচ্ছেন। এই মৌসুমে তিনি লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার মোট গোল সংখ্যা ২৪৪টি। তিনি এই মৌসুম শুরু করেছিলেন প্রিমিয়ার লিগের ইতিহাসে ১১তম সর্বোচ্চ গোলদাতা হিসেবে। এখন তিনি পঞ্চম স্থানে—প্রিমিয়ার লিগে তার মোট গোল সংখ্যা ১৮৫টি, যা শিয়েরার (২৬০), হ্যারি কেইন (২১৩), ওয়েইন রুনি (২০৮) এবং কোলের (১৮৭) চেয়ে কম। এই মৌসুমে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড় হয়েছেন সার্জিও আগুয়েরোর ১৮৪ গোলকে পেছনে ফেলে।
এই মাসেই সালাহ তৃতীয়বারের মতো ফুটবল লেখকদের সংস্থার (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন, যেখানে তিনি ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।