শিল্পকলায় কমলা রঙের বোধ

মহিলা সমিতির পর এবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। ২২ মে থেকে ২৪ মে টানা তিন দিন শিল্পকলায় নাটকটির চারটি প্রদর্শনী। এরইমধ্যে গতকাল একটি প্রদর্শনী হয়ে গেছে।
থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, নাটকে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন।
এতে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাস, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশসহ বিভিন্ন চরিত্র রয়েছে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাইদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজীব, নওরীন পাপড়ী, শিশিরবিন্দু ও সূর্য সরকার।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন জীবনানন্দ দাশ।
সেখান থেকেই শুরু নাটকের আখ্যান। ২২ অক্টেবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে চিন্তার জগতে তার জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার মুখোমুখি হন কবি।