এমাবাপ্পে-ভিনিসিয়ুসরা কি পারবেন পেরেজের বোনাস পকেটে পুরতে

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের পকেট ভারীর উপলক্ষ আগেও এনে দিয়েছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা। রিয়ালের সভাপতি আরেকবার পকেট গরমের সুযোগ করে দিচ্ছেন।
এবারের মৌসুমে মেজর কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল।
তাই ফিফা ক্লাব বিশ্বকাপকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন পেরেজ। এতটাই যে ট্রফি জিততে পারলে খেলোয়াড়দের বাড়তি টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা নিজেদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।
আগামী ১৩ জুলাই যদি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরতে পারে তাহলে প্রত্যেক খেলোয়াড় এক মিলিয়ন ইউরো করে বোনাস পাবেন।
আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে। এর আগে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারলে খেলোয়াড়দের সমান এক মিলিয়ন ইউরো করে প্রস্তাব দিয়েছিলেন পেরেজ। সেই যাত্রায় ব্যর্থ হয়েছেন লস বø্যাঙ্কোসদের খেলোয়াড়রা। এবার পারবেন কি না সেটাই দেখার বিষয়।
সেই দায়িত্বটা নিতে হবে জাবি আলানসোকে। এখনো ঘোষণা না আসলেও তার অধীনেই ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল খেলবে বলে জানা গেছে।
সঙ্গে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে ১৩৫ মিলিয়ন ইউরোর আর্থিক পুরস্কার তো থাকছেই। এবারের মৌসুমে মেজর ট্রফি জিততে না পারলেও ইতিমধ্যে অবশ্য রিয়ালের খেলোয়াড়দের পকেট ভারী হয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ৫ লাখ ইউরো পেয়েছে তারা।