‘অপারেশন সিন্দুর’ প্রচারে বিশ্বব্যাপী প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপরে বন্দুকধারীদের হামলা হয়েছিল এপ্রিলের ২২ তারিখ। ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল ভারত। তার ঠিক ১৫ দিন পরে বুধবার মাঝরাতের কিছু পরে পাকিস্তানের নির্দিষ্ট কিছু স্থাপনা লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছে ভারত। ভারত তাদের এই ক্ষেপণাস্ত্র হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’।
এবার তাদের অভিযোগ বিশ্ব দরবারের পৌঁছাতে ভারত বুধবার বিশ্বব্যাপী বৃহৎ কূটনৈতিক প্রচারাভিযান ‘অপারেশন সিন্দুর আউটরিচ’ চালু করেছে। জেডিইউ সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল নয়াদিল্লি থেকে পাঁচটি দেশে সফরের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করবে। উদ্দেশ্য হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরা এবং পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা।
সাতটি উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলে মোট ৫৯ জন সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ৩৩টি দেশ সফর করবেন। এটি ভারতের প্রথম সর্বদলীয় বৈদেশিক কূটনৈতিক প্রচার যার মাধ্যমে পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে বিশ্বে প্রচার করবে।
এসব প্রতিনিধিরা বিদেশি সরকার, সংসদ সদস্য, সংবাদমাধ্যম, সুশীল সমাজ, প্রবাসী ভারতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন। তারা পাকিস্তানের সন্ত্রাসবাদ সংক্রান্ত অবকাঠামো, লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ এর মতো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক, এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের আশ্রয়ের প্রমাণ উপস্থাপন করবেন।