img

দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চাইছেন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। সরকারকে সংস্কার করতে সময় দিতে চায় জামায়াত, তবে তারাও নির্বাচন চায় দ্রুত।

 

এ ছাড়া করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে চাপে সরকার।

 

এর মধ্যেই নির্বাচন নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই।

 

শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি সরকার। তাদের তিনটি কাজ।

 

তা হলো সংস্কার, বিচার ও নির্বাচন। জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এর বাইরে একদিনও এদিক-সেদিক করার সুযোগ নেই।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ