img

গায়ানা গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফিকশ্চার প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসর। গতবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেট লিগ থেকে নির্বাচিত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্স টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে।

 

শিরোপা রক্ষার এই অভিযানে রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর তারা ১৩ জুলাই মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেনসের, ১৬ জুলাই খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে এবং ১৭ জুলাই তাদের শেষ গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।

 

টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। রাউন্ড-রবিন পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

আয়োজকরা জানিয়েছে, সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচের ভেন্যু, সময়সূচি ও সম্প্রচারসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে। এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে পাঁচটি শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি—রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেনস, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।

এই বিভাগের আরও খবর