ঘুমের মধ্যেই মারা গেলেন মার্কিন অভিনেতা

চেহারা একটু ভারী হলেও সব সময় তার মুখে হাসি লেগে থাকত। বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তার বাড়িতেই ছিলেন। ঘুমের মধ্যেই পরপারে পাড়ি জমান ‘চিয়ার্স’ অভিনেতা জর্জ ওয়েন্ডেট।
জানা গেছে, বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন এই অভিনেতা।
অভিনেতার সহকারী বলেন, ‘স্নেহশীল এবং পারিবারিক মানুষ ছিলেন জর্জ এবং অসাধারণ এক বন্ধু ছিলেন। যারা তাকে চিনতেন তারা জানেন তিনি কতটা ভাগ্যবান। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।’
কী কারণে অভিনেতার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে জানা যাচ্ছে জর্জ ওয়েন্ডেট অনেক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। এ জন্য চিকিৎসাও নেন।
২০১২ সালের অক্টোবর মাসে তাকে বুকে ব্যথা নিয়ে শিকাগো হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন।
এর পরেই প্রযোজনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। বেশ অনেকবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সেখান থেকে জানা যায়, ধমনীতে ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে তার। করোনারি বাইপাস সার্জারি হয় অভিনেতার। যদিও সেই অস্ত্রোপচার সফল হয় এবং তিনি সুস্থ হয়ে উঠছিলেন।
কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার পেছন ছাড়েনি। ২০১২ সালের পর থেকে শরীরে ওজন বৃদ্ধি হতে থাকে এবং বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। রীতিমতো হাঁটতে কষ্ট হতো তার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন অভিনেতা।
২০২৪ সালে লোকসমক্ষে আসার জন্য তাকে হুইলচেয়ার পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল। বেশ দুর্বল হয়ে গিয়েছিলেন অভিনেতা। ২০২৫ সালে গাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও তিনি যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন।